Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০২৪

লক্ষ্য ও উদ্দেশ্য

ফেনী জেলার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী পরশুরাম উপজেলার অন্তর্গত অনন্তপুর মৌজায় প্রায় ৩ একর জায়গার উপর পরশুরাম সরকারি কলেজ অবস্থিত। কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল করিম মজুমদার (খোকা মিয়া) ১৯৭২ সালের ১লা জুলাই কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ মোট ২৩ জন শিক্ষক ও ১১ জন কর্মচারীর চাকুরি সরকারি করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০০ জন, মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ একর। প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য মোট ৫ টি বহুতলা ভবন রয়েছে। অত্র অঞ্চলের উচ্চশিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার কোনো অনার্স কলেজ না থাকার পরশুরাম সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা এখন সময়ের দাবী। ইতিমধ্যে কলেজটিতে আরো ৩২ জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবনা শিক্ষামন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষার গুণগত ও মানসম্মত তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাপ্রদানে কলেজটি নিরন্তর কাজ করে যাচ্ছে।